1) The hearing of the objection level of 32 Krishnadiyar Mouza is ongoing from 03-12-2023 AD. 2) The hearing of the appeal level of 65 Bahadurpur from 01-01-2025 AD, 29 Diar Boalia from 05-02-2025 AD and 31 Udaipur Mouza is ongoing from 13-05-2025 AD.
Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Achievements

জোনাল সেটেলমেন্ট, পাবনা- এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র 

সাম্প্রতিক অর্জন


রূপকল্প(Vision) বাস্তবায়নের লক্ষ্যে পাবনা জোনের চলমান বিডিএস (বাংলাদেশ ডিজিটাল সার্ভে)এর জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত২৬টি মৌজার (ঈশ্বরদী ০৪টি, পাবনা সদর ২২টি মৌজার) মধ্যে ২০টি মৌজার কর্মসূচী অনুমোদিত। তন্মধ্যে ঈশ্বরদী উপজেলার ০৪ টি মৌজার ডিজিটাল জরিপ সম্পন্ন হয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে। কর্মসূচী অনুমোদিত অবশিষ্ট পাবনা সদর উপজেলার ১৬টি মৌজারমধ্যে ২০২০ ২০২১ অর্থ বছরে ১টি মেীজা ও ২০২২-২০২৩ অর্থ বছরে ০৫টি মৌজা সহ মোট ০৬টি মৌজা মাঠ জরিপ সম্পন্ন হয়ে খানাপুরী কাম বুঝারতের অপেক্ষায় রয়েছে। মাঠ জরিপ সম্পন্ন ১০টি মৌজার মধ্যে ০২টি মৌজা তসদিক সম্পন্ন হয়ে তসদিক যাঁচের অপেক্ষয় রয়েছে। ০২টি মৌজা আপত্তি সম্পন্ন, ০৩টি মৌজা আপীল সম্পন্ন হয়েছে । চূড়ান্ত যাঁচ সম্পন্ন ০৩ টি মৌজা।

 ডিজিটাল জরিপের জন্য গেজেটভূক্ত পাবনা সদর উপজেলার অবশিষ্ট ০৬টি মৌজার মধ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরে নিয়োজিত জনবল দ্বারা ৬টি মৌজার ডিজিটাল জরিপ কর্মপরিকল্পনা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশিষ্ট মৌজার ডিজিটাল জরিপ কার্যক্রম পর্যায়ক্রমে দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে।

স্বচ্ছ ও জনগণের কাছে দায়বদ্ধ সেবা প্রদানের জন্য এ অফিসের কর্মকর্তা/ কর্মচারী তৎপর রয়েছেন। ভাড়া করা অফিস বিধায় স্থান স্বল্পতার কারণে হেল্পডেক্স এর নির্ধারিত স্থান না থাকলেও অফিসের নির্ধারিত কক্ষে কর্মকর্তা/ কর্মচারীগণ নিয়মিত ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করছেন। যা থেকে ভূমি মালিকগণ সহজেই তাঁদের কাঙ্খিত সেবা পাচ্ছেন। এছাড়াও ভূমি জরিপের স্তরওয়ারী কার্যক্রমে ভূমি মালিকদের জরিপ/ ভূমি সংক্রান্ত নানা বিভ্রান্ত ও ভুল ধারণা নিরসনের জন্য এবং জরিপ কেন্দ্রিক বিভিন্ন দালালদের অপতৎপরতা রোধে অত্র কার্যালয় হতে দিক নির্দেশনা প্রদান সম্বলিত ডিজিটাল ব্যানার,  ফেস্টুন অফিস প্রাঙ্গনে ও মাঠ জরিপ সংশ্লিষ্ট এলাকায় সর্বত্র টানিয়ে রেখে জনগণকে এ ব্যাপারে সচেতন করা হচ্ছে।